বোর্দোয় শেষ বাঁশি বাজার পর উল্লাসে ফেটে পড়েন গ্যালারির দর্শকেরা। স্বাগতিক দর্শকদের সামনে উদ্যাপনে মেতে ওঠেন ফ্রান্সের খেলোয়াড়রাও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, উদ্যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। এরপর মিলোটকে লাল কার্ডও দেখানো হয়।
এমন আচরণ তাতিয়ে দেয় আর্জেন্টিনার খেলোয়াড়দেরও। এরপরই শুরু হয় কুৎসিত এক সংঘাতের। তাতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ-কর্মকর্তারাও জড়িয়ে পড়েন। মাঠ ছাড়ার সময় টানেলেও দেখা যায় বিশৃঙ্খলা। পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদ্যাপন সারেন।
إرسال تعليق